Contact Form

Name

Email *

Message *

Cari Blog Ini

Barcelona Captain Talks About His Contract And His Current Feelings At The Club

হাবি সাভিবারের দাবি: বার্সা থেকে যাচ্ছেননি তিনি

ফুটবলার হাবি সাভিবারের বার্সা থেকে চলে যাওয়া নিয়ে সম্প্রতি ক্লাবটির সভাপতি জোয়ান লাপোর্তা ক্লাবের সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছিলেন। সেখানে তিনি দাবী করেন যে হাবি সাভিবার বার্সা ছাড়ছেন না। তিনি এখনো দলটির সদস্য রয়েছেন।

কাতালান স্পোর্টস ডেইরিয়ের খবর অনুযায়ী বার্সা ক্লাবের সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় সভাপতি জোয়ান লাপোর্তা বলেছেন, 'হাবি সাভিবার এখনও আমাদের সঙ্গে আছেন। তিনি বার্সা ছাড়ছেন না।'

এই মুহূর্তে হাবি সাভিবার চোটে আছেন। সে কারণে গত কয়েকটি ম্যাচে তাকে মাঠে দেখা যায়নি। তার চোট কবে নাগাদ সারবে তা এখনও জানা যায়নি। তবে ক্লাবের সদস্যদের উদ্দেশ্যে বার্সার সভাপতির এই বক্তব্যের পরে স্প্যানিশ সংবাদমাধ্যমের অনুমান, তিনি খুব শিঘ্রই মাঠে ফিরতে পারেন। অন্যথা ক্লাবের সভাপতি এমন বক্তব্য দিতেন না।


Comments